পরিচালকের বার্তা
S.S.C পরীক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আস-সালামু-আলাইকুম । সচেতন অভিভাবকগণ নিশ্চয়ই আপনার সন্তানকে নটর ডেম/হলি ক্রস কলেজে ভর্তির মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনকে সাফল্যমন্ডিত করার কথা ভাবছেন। নটর ডেম/হলি ক্রস কলেজে ভর্তি হওয়ার জন্য বিশেষ কিছু Guide lines এর একান্ত প্রয়োজন। আপনারা নিশ্চয় জানেন নটর ডেম/হলি ক্রস কলেজে ভর্তি হতে পারাটা আজকাল স্বপ্নের মতোই। প্রতিযোগিতার এই যুগে G.P.A-5 পাওয়া সত্ত্বেও ভর্তি পরীক্ষার কঠোরতার কারণে অনেক মেধাবি শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পায় না। কারণ প্রতি বছর নটর ডেম/হলি ক্রস কলেজের ভর্তি পরীক্ষার প্রক্রিয়াটি একই রকম থাকে না। কোয়ার্ক ব্রিফিং ১৯৯২ সাল থেকে ৩৩ বছর যাবত নটর ডেম/হলি ক্রস কলেজের সকল ভর্তি পরীক্ষা পদ্ধতিকে বিশ্লেষণ করে সফল ভাবে শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবায়িত করে আসছে। নটর ডেম /হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার জন্য ভাইভা খুবই গুরুত্বপূর্ণ। কোয়ার্ক ব্রিফ্রিং ভাইভার Special Tips গুলো এবং উত্তর দেওয়ার কৌশল ভাইভার Practical Class এ প্রদান করে থাকে। নটর ডেম/হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার জন্য SSC এর মত বইয়ের সব কিছু পড়তে হয় না, কিন্তু Summarized Concept এর Continuous Practice দরকার যা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। মূল কথা হচ্ছে এই যে নটর ডেম/হলি ক্রস কলেজের নিজস্ব পদ্ধতিতে প্রনীত ভর্তি পরীক্ষার সিলেবাস, মানবন্টন ও সময় পূর্ব নির্ধারিত থাকে না। এ সকল বিষয় মাথায় রেখে কোয়ার্ক ব্রিফিং-এ প্রাক্তন নটর ডেমীয়ান ও ভর্তি কোচিং-এ অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে নিজস্ব পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয়। কোয়ার্ক ব্রিফিং প্রশ্ন কমন পেতে Exclusive মডেল টেস্ট এবং Viva Preparatory বিশেষ ক্লাস নিয়ে থাকে। ফলে শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষার ভীতি দূর করতে সক্ষম হয়। ১৯৯২ সাল থেকে ৩৩ বছর যাবত কোয়ার্ক ব্রিফিং সফলতার সাথে এগিয়ে চলছে। নটর ডেম/হলি ক্রস কলেজের সবুজ চত্বর মুখরিত হবে যাদের পদচারণায় আপনিও/আপনার সন্তানও হবে তাদেরই একজন, সেই প্রত্যাশায় শুভেচ্ছা-শুভকামনা-অভিনন্দন ।